সিলেটের মেজরটিলায় এমবিশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজীদ খান। এমবিশন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল চিত্রশিল্পী ভানু লাল দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আদিত্য আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপ ব্যবস্থাপক সোহেল মাহমুদ চৌধুরী, এমবিশন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের পরিচালক মঞ্জু লাল দাস ও মিজানুর রহমান সোহেল।
Leave a Reply