বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এমদাদ হোসেন চৌধুরীকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সিলেট অঞ্চলের অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে।
আর্তমানবতার সেবায় সিলেট অঞ্চলে ট্রাস্টের কাজকে এগিয়ে নেওয়ার জন্য তাকে এই পদে মনোনীত করা হয়।
মঙ্গলবার পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু মনোনয়নপত্র এমদাদ চৌধুরীর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চিফ অ্যাডভাইজার কামাল উদ্দিন, কাউন্সিলর আ ন ম ওহিদ আহমদ, পারভেজ মল্লিক, গোলাম রব্বানী সোহেল, আসাদুজ্জামান আহমেদ, রহিম উদ্দিন, নাসির আহমেদ শাহিন ও সেলিম আহমেদ।
এমদাদ হোসেন চৌধুরী রাজনীতির পাশাপাশি সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি করোনাকালে কর্মহীন সকল শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও বন্যার্ত মানুষকে সহযোগিতা করেন।
তিনি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজনীতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও আর্থিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply