তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এতকাল যাদের নিজস্ব কোন ভূমি ছিলনা, ছিলনা মাথা গোঁজার ঠাঁই। খোলা আকাশের নিচে কিংবা অন্যের ছাদের নিচে দিন কাটতো-রাত কাটতো, সেই এসব ভূমিহীন ও গৃহহীন মানুষরা এবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আপন ঠিকানা পেলো।
মুজিববর্ষে উপহার হিসেবে উপজেলায় স্বপ্ননীড় পাচ্ছে ৭০টি পরিবার। এর মধ্যে প্রথম ধাপে শনিবার ২৪টি পরিবারকে ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে একযোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তাহিরপুরের অসহায় পরিবারগুলোর কাছে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব আধাপাকা ঘরের উপরে রঙিন ঢেউটিন। দেওয়াল ইটের তৈরি আর মেঝে কংক্রিটের। কক্ষ দুইটি। এছাড়া রয়েছে একটি শৌচাগার ও খোলা বারান্দা।
Leave a Reply