নিজস্ব প্রতিবেদক : শারদা স্মৃতি ভবন বা সারদা হল। ভিতরের দেয়ালে পাথরে লেখা প্রথম নামটি; কিন্তু বাইরে ছাদের উপরে নামফলক সারদা হল। কথায় বলে, ‘নামে কি বা আসে যায়-কাজই হচ্ছে ধর্তব্য বিষয়’। এক সময়ের অনুপম স্থাপনাটি এখন দেখতে সেকেলে মনে হওয়া খুবই স্বাভাবিক। তবে এর প্রয়োজন এ কালেও ফুরিয়ে যায়নি।
কলকল ছলছল করে বয়ে সুরমা নদীর উত্তরপারে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা শারদা স্মৃতি ভবন এক সময় সিলেটে সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র ছিল। একমাত্র অবলম্বন বললেও বলা যেতে পারে। এমন কোন সপ্তাহ যায়নি যখন নীরব থাকতো সারদা হল। রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক-কোন না কোন আয়োজন থাকতোই। দর্শক মিলতো বিনা আমন্ত্রণে। কারণ কিছু মানুষ এখানে কিছু না কিছু আছে-এমনটা ভেবেই পড়ন্ত বিকেলে ছুটে আসতেন।
এক পর্যায়ে বয়সের ভারে শারদা স্মৃতি ভবন কিছু নুইয়ে পড়ে। সংস্কৃতিকর্মীদের অনুরোধে এগিয়ে আসেন সংস্কৃতিপ্রাণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্যোগ নেওয়া হয় সংস্কারের। করাও হয় কিছু কাজ; কিন্তু পীর হবিবুর রহমান সিটি পাঠাগারের নতুন ভবন ও নগর ভবন নির্মাণের উছিলা দেখিয়ে সাহিত্য-সংস্কৃতি বিচ্ছিন্ন করে ফেলা হয় সারদা হলকে। বাইরের অংশকে পরিণত করা ট্রাকস্ট্যান্ড আর ভাগাড়ে। ফলে যে প্রাঙ্গণটি নিয়মিত ছন্দ-তাল-লয়ে মুখরিত থাকতো শব্দদূষণে সেখানকার পরিবেশ ভয়ংকর রূপ ধারণ করে।
এভাবে প্রায় দেড় দশক পার হয়ে গেছে। সময় সময় দাবি উঠেছে শারদা স্মৃতি ভবনকে সিলেট সিটি করপোরেশনের পকেটছাড়া করার; কিন্তু কখনও তেমন জোরালো হয়নি। তবে এবার সারদা হল মুক্ত করার প্রাণের দাবিতে প্রচণ্ড সোচ্চার সিলেটের সংস্কৃতি ও নাট্যকর্মীরা। একাত্ম রাজনীতি ও সাহিত্য অঙ্গনের সকলেও। সবমিলিয়ে দাবিটি জনদাবিতে রূপ নিয়েছে।
এবার দাবি আদায়ে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত নাট্য পরিষদ। আজ মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর বিকেল ৪টায় শারদা স্মৃতি ভবন খুলে দেওয়ার দাবিতে সারদা হল প্রাঙ্গণে সংস্কৃতি ও নাট্যকর্মীদের প্রতিবাদী সমাবেশ। আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন। সবার মনে জন্ম নিয়েছে প্রত্যাশাও-এবার দ্বার খুলবেই। নগরবাসীর প্রতিবাদের ভাষা নগর অধিপতিরা বুঝবেন-এমনটা আশা করা যেতেই পারে।
Leave a Reply