নিজস্ব প্রতিবেদক : সিলেটে খাদিমপাড়া হাসপাতালের পর দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার করা হচ্ছে।
এখানেও সার্বিক সহযোগিতা দিচ্ছে সিলেট কিডনি ফাউন্ডেশন। ইতোমধ্যে প্রস্তুতিকাজ অনেকদূর এগিয়ে গেছে।
দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারের প্রস্তুতিকাজের অগ্রগতি দেখতে সিলেট কিডনি ফাউন্ডেশনের একটি প্রতিনিধি বুধবার সেখানে যায়।
প্রতিনিধি দলে ছিলেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, ডাক্তার মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার ও সুমন বাসিত।
প্রতিনিধি দল প্রথমে দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালের ডাক্তারদের সাথে সভা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এসময় ইউএনও সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply