নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টানা ১৫ দিন চলবে। শুরু হবে ৫ জুন। শেষ হবে ১৯ জুন। ফলে তাড়াহুড়ো না করে আস্তে-ধীরে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার সকালে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশনে এ তথ্য জানানো হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্মসচিব বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলামের পরিচালনায় বুধবার সকালে নগর ভবনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৬১ হাজার ৫০২ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী, অস্থায়ী ও ইপিআই টিকাদান কেন্দ্রেসহ মোট ২৪৭টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে। খোলা মাঠে বা ফাঁকা জায়গায় অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয়।
সিসিকের ২৭টি ওয়ার্ডে টিকাদান কেন্দ্রগুলোতে ৫৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
Leave a Reply