সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন মানুষের ভোটের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবে।
রবিবার সকালে মহানগরীর সাপ্লাই রোডে ‘ধানের শীষ’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও হকার্স দল আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেয়র ৩০ ডিসেম্বর গণতন্ত্রের মুক্তির প্রতীক ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম।
এর আগে মেয়র মহানগরীর বন্দরবাজারে রংমহল টাওয়ারের সামনে থেকে বের হয়ে বন্দরবাজার, মহাজনপট্টি, কালিঘাট, হকার্স মার্কেট, সুরমা মার্কেট, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন।
Leave a Reply