সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ মুক্ত দিবস ৬ই ডিসেম্বর। একাত্তরের এ দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে হাওরপাড়ের তখনকার এই মহকুমা শহরটি মুক্ত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠন গৌরবের এ দিনটি উদযাপন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে শহীদ স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করে।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠী ও খেলাঘর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
অন্যদের মধ্যে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোমেন প্রমুখ।
এছাড়া দিনটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
Leave a Reply