হবিগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার জানিয়েছেন, এ বছরই শুরু হবে হবিগঞ্জে খোয়াই নদী প্রকল্পের কাজ। ইতোমধ্যে ২ হাজার কোটি টাকার এ প্রকল্পটির প্রি একনেক হয়েছে। শীঘ্রই একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন পাবে।
তিনি আরো জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে রক্ষা পাবে হবিগঞ্জ শহর ও ৪৭ হাজার ৫শ হেক্টর জমির ফসল। খোয়াই নদী দিয়ে প্রবাহিত পলি সংরক্ষণ করে এসব জমির উর্বরতা বৃদ্ধি করা হবে। নদী তীরবর্তী বাধ হবে বয়স্কদের বিনোদনের কেন্দ্র। এছাড়া বিকল্প যোগাযোগ ব্যবস্থাও গড়ে উঠবে।
বুধবার বিকেলে হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর বাধে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বক্তব্য রাখছিলেন।
কবির বিন আনোয়ার বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকার এক কোটি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় রোপণ করবে ১০ লাখ চারা। দেশের বিভিন্ন এলাকায় পরিবেশের উপযোগী গাছ লাগানো হচ্ছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাধে রোপণ করা হবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, শিমুল, পলাশ, জারুল, হিজল ও করচসহ বিভিন্ন ফুল ও ঔষধি গাছ। এছাড়াও পাখির খাবারের জন্য জাম, ডুমুর ও বটসহ বিভিন্ন বৃক্ষ রোপণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি উম্মে ইসরাত, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল।
Leave a Reply