এফ এ সুমন ও মৌরি দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে। ভালোবাসার টানে দুজন দুজনকে সময় দেয় এবং ঘুরতে কক্সবাজার যায়।
দুজনে মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে স্প্রিড বোর্ডে চালানো অবস্থায় হঠাৎ করে মৌরি স্প্রিড বোর্ডে থেকে পড়ে যায়। সুমন অনেক খুঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে পায়না। এ কারণে সে পুলিশের হাতে গ্রেফতার হয়।
এমনি এক গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয় এফ এ সুমনের নতুন মিউজিক ভিডিও ‘তোর লাগি রে’। এতে তার সঙ্গে মডেল হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মৌরি সেলিম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুস সাদাত নাজিম। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন নিজেই। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ।
ঈদুল আজহা উপলক্ষে এফ এ সুমনের ‘তোর লাগি রে’ শিরোনামের ৮ম একক অ্যালবাম অগ্নিবীণার ব্যানার থেকে প্রকাশিত হয়।
Leave a Reply