জনপ্রিয় সংগীতশিল্পী এফ এ সুমনের ‘তুমি তুমি করে আজো কেঁদে যাই’ শিরোনামের গানের মডেল হলেন সোহেল রানা ও সানিয়া জামান জারা।
সম্প্রতি মানিকগঞ্জের একটি শ্যুটিং বাড়িতে গানটির চিত্রায়ণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সামছুল হুদা।
মিউজিক ভিডিও প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘গানটির কথার সঙ্গে বেশ সামঞ্জস্য রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ’
এ প্রসঙ্গে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘বিরহী ধাঁচের গানের ভিডিও নির্মাণের ক্ষেত্রে আমি বরাবরের মতো যত্নশীল থেকে কাজটি করেছি। এর আগেও এই শিল্পীর বেশ কিছু জনপ্রিয় গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি। এই ভিডিওগুলোর দর্শকপ্রিয়তাও পেয়েছে। আশা করি এবারের গানের ভিডিওটি দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
মাই সাউন্ডের ব্যানারে এ মিজানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী। ভিডিওটি খুব শীঘ্রই বিভিন্ন চ্যানেল সহ অনলাইন মাধ্যমে প্রচারিত হবে।
Leave a Reply