বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সাল মেয়াদের সভাপতি পদে মাহবুবুল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি পদে আমীন হেলালী ও সভাপতি পদে যশোদা জীবন দেবনাথ, খায়রুল হুদা চপল, আনোয়ার সাদাত সরকার, মনির হোসেন, রাশেদুল হোসেন চৌধুরী রনি ও শমী কায়সার নির্বাচিত হওয়ায় তাদেরকে এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এক বার্তায় আশাবাদ ব্যক্ত করেছেন, নবনির্বাচিত সভাপতিমণ্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের কর্মতৎপরতায় এফবিসিসিআইর সার্বিক কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং দেশের সর্বস্তরের ব্যবসায়ীদের কল্যাণে এ সংগঠন আরও জোরালো ভূমিকা রাখবে।
এছাড়াও সরকারের সহযোগী সংগঠন হিসেবে দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও সার্বিক উন্নয়নে এফবিসিসিআইর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply