ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআইর উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ব্যবসায়ীদের মধ্যে ২৫ হাজার মাস্ক বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এফবিসিসিআই কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সিলেট চেম্বার নেতৃবৃন্দ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রাহমান এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে এফবিসিসিআইর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দেশব্যাপী মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে এফবিসিসিআই ও দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সরকারকে দারুণভাবে সহযোগিতা করছে।
তিনি বলেন, করোনা প্রতিরোধে ও রোগীদের সেবাদানে সরকারের প্রচেষ্টার কোন কমতি নেই। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা। সবাইকে সচেতন হতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply