হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী জানিয়েছেন, আগামী এপ্রিলে সিলেট ওসমানী অন্তর্জতিক বিমান বন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।
তিনি আরো জানিয়েছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহণ থাকবে, যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে। হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে।
শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আখড়া প্রধান সুকুমার মোহন্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ ও বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
পরে তিনি ঐতিহ্যবাহী সাগড়দিঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
Leave a Reply