এপেক্স ক্লাব অব গ্রিন হিলসের ১৬তম পালাবদল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত পালাবদর অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব গ্রিন হিলসের সভাপতি এপেক্সসিয়ান নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সসিয়ান খুরশেদ আলম অরুণ, সহ সভাপতি এপেক্সসিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, এলজিপিএনপি এপেক্সসিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিক ও এলজি এপেক্সসিয়ান অ্যাডভোকেট একেএম শমিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এপেক্সসিয়ান রুহুল মঈন চৌধুরী, এপেক্সসিয়ান ভুবন লাল ভারতী, এপেক্সসিয়ান ডা নীলুফা পারভীন, এপেক্সসিয়ান মিসবাউর রহমান আলম প্রমুখ।
Leave a Reply