নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদের মৃত্যুতে সিলেটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেটে কর্মরত সকল বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সিলেটের মাছিমপুরে সীমান্তিক কমপ্লেক্সে এই শোকসভার আয়োজন করা হয়।
এফআইভিডিবির প্রেসিডেন্ট সাফওয়ান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, সীমান্তিকের প্রধান উপদেষ্টা ড আহমদ আল কবির, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান আহমদ মোশতাক রেজা চৌধুরী, বীরপ্রতীক কর্নেল আব্দুস সালাম, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি বেলাল আহমেদ, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমেদ ও সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী।
বক্তারা তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে যেহীন আহমদের নিরন্তর প্রচেষ্টা, উদ্যোগ ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা বলেন, মানবকল্যাণে নিবেদিত এই মহৎপ্রাণ মানুষটি নিজের কর্মের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
Leave a Reply