নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এনইইউবির বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডা মোহাম্মদ আফজল মিয়ার রোগমুক্তি এবং প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এনইইউবি মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের শুরুতে অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী স্মরণে এনইইউবি উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস লিখিত স্মারক নিবন্ধ পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো শামিম আল আজিজ লেলিন।
পরে প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনা করে ও বর্তমান চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দরবাজার আল খাজা মার্কেট মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান।
দোয়া মাহফিলে এনইইউবির সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply