নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় রীতিতে ছাত্র-শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা রবিবার এনইইউবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড আতফুল হাই শিবলী। বিতর্কে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড তোফায়েল আহমদ। নির্ধারিত বিষয় ছিল ‘এই সংসদ মনে করে একটি সফল প্রেমের পেছনে ভালো সিজিপিএর কোন অবদান নেই’।
সংসদীয় রীতি অনুযায়ী বিতর্কের পক্ষে সরকারি দল হিসেবে ‘সর্বদলীয় বিশ্ব ছাত্র সমাজ’ এবং বিপক্ষে বিরোধী দল হিসেবে শিক্ষকবৃন্দের ‘সার্বজনীন শিক্ষক সমাজ’ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও সহকারী অধ্যাপক নুসরাত রিকজা। এছাড় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সর্বদলীয় বিশ্ব ছাত্র সমাজের বিতার্কিক ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট সাফওয়াত মাহদী রাহাত, শিক্ষার্থী কমরুন নাহার আনসারী ও সুমন আহমদ। সার্বজনীন শিক্ষক সমাজের বিতার্কিক ছিলেন, সহযোগী অধ্যাপক মো তানভীর আহমেদ চৌধুুরী, প্রভাষক শামীম আল আজিজ লেনিন ও প্রভাষক মিজানুর রহমান।
Leave a Reply