নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এনইইউবির একাডেমিক কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভা রবিবার অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনলাইনে এ সভার আয়োজন করা হয়। এতে সংযুক্ত ছিলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্সর ড মোহাম্মদ ফরাসউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড নাজিয়া চৌধুরী। এছাড়াও সংযুক্ত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধানগণ।
সভায় বিভিন্ন বিষয়ে একাডেমিক কার্যক্রমের অনুমোদন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস সবাইকে একাডেমিক কাউন্সিলের সভায় সংযুক্ত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply