নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১০ মার্চ (২৬ ফাল্গুন) দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে স্পিকার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড মোহাম্মদ কায়কোবাদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তারা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান বিশ্বে টেকনোলোজির প্রয়োজনীয়তা, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সুযোগ ইত্যাদি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বলেন, জীবনে সাফল্য অর্জনের পূর্বশর্ত হলো সঠিকভাবে নিজেকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা।
সভাপতির বক্তব্যে এনইইউবি উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সেশন আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply