হবিগঞ্জ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ সদর সমিতি ইনকের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও সাংবাদিক এস এম সুরুজ আলী।
যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মিয়া মো আছকির, সাধারণ সম্পাদক মো আমীর আলী ও সহসাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজিজুর রহমান ও দেলোয়ার হোসেন। আলোচনা পর্ব পরিচালনা করেন, হবিগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক নিপুন রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবু জাহির বলেন, হবিগঞ্জের সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply