হবিগঞ্জ প্রতিনিধি : রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিক বুলবুর হাবীব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক রহমত আলী ও আশাহিদ আলী আশা।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Leave a Reply