সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নাগরিকদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়ন করছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যম বিকাশ, নগদ ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং থেকে উপকারভোগীরা ভাতা গ্রহণ করছেন; কিন্তু এ ক্ষেত্রে সেবা গ্রহিতারা নানারকম প্রতারণা, হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সভা হয়েছে। এতে ভাতা গ্রহীতাদের ভাতা প্রদান সহজিকরণসহ সেবা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে তিনি সিলেট মহানগরীসহ উপজেলা পর্যায়ে উপকারভোগীরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিংয়ের দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।
শনিবার, ৮ জুন (২৫ জ্যৈষ্ঠ) সকালে মহানগরীর শেখঘাটে সমাজসেবা কার্যালয় মিলনায়তনে শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত ‘এজেন্ট ব্যাংকিংয়ে ভাতা প্রদানে সমস্যা নিরূপণ ও সমাধান’ শীর্ষক সেমিনারে ভার্চূয়াল আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সেমিনারে উপস্থিত উপকারভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল জুবায়ের। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নাজিম উদ্দিন, রেজিস্ট্রেশন অফিসার আবু ইউসুফ, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের বিভাগীয় ইনচার্জ আব্দুস সালাম, জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মো আবুল কালাম, সাধারণ সম্পাদক সাহেদ আরবী, এনটিভির ইউরোপ প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান, উপকারভোগী সুফিয়া বেগম, খোকন মিয়া ও কাওছার আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply