নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর পিছন ফিরে তাকাবার সুযোগ নেই। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলার গতিকে আরও বেগবান করার অঙ্গীকারে এবার সিলেট সহ সারা দেশে মহান বিজয় দিবস উদযাপিত হবে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত। এমনকি বিশ্বব্যাংকও তা স্বীকার করছে। অথচ পদ্মাসেতু প্রকল্পে এই বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ করেছিল; কিন্তু প্রমাণ করতে পারেনি।
প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস উদযাপনের সরকারি পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, জেলা ডেপুটি কমান্ডার আক্রাম আলী, জ্যেষ্ঠ জেল সুপার সগীর আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, মহানগর পুলিশের সহকারী কমিশনার নূরুল হুদা আশরাফী, র্যাব-৯ সহকারী পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রবীণ ক্রীড়া সংগঠক বিমলেন্দু দে নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের প্রমুখ।
প্রস্তুতি সভায় সরকারি বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন প্রধান অংশ নেন।
প্রস্তুতি সভায় মহান বিজয়ের মাসকে বরণ করতে এবারও ডিসেম্বরের প্রথমদিন বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply