এখন থেকে জালালাবাদ গ্যাসের বিল গ্রাহকরা বিকাশ একাউন্ট থেকে পরিশোধ করতে পারবেন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার দুৃপুরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
মহানগরীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশীদ ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহিনুর ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার জালালাবাদ গ্যাসের প্রায় এক লাখ গ্রাহক বিকাশ একাউন্ট থেকে সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।
Leave a Reply