নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণে কাজ করছে। তাই দেশে কমেছে দারিদ্র। এখন আর কাউকে অনাহারে-অর্ধাহারে থাকতে হয়না।
তিনি আরও বলেছেন, মানুষ অনেক আশা নিয়ে আমাদেরকে রাষ্ট্রপরিচালনার দায়িত্বে দিয়েছিল। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই জনপ্রত্যাশা পূরণ করছি। আমাদের দেশ উন্নয়নে বিশ্বের কাছে উদাহরণ হয়ে গেছে।
শনিবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশারফ হোসেন, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো মতিয়ার রহমান হাওলাদার, সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো নিশারুল আরিফ, সিলেট জেলা ও দায়রা জজ মশিউর রহমান, মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নির্বাহী সদস্য মিঠু দাস জয় ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরীসহ সরকারি, বেসরকারি সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
Leave a Reply