নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড কামাল হোসেন বলেছেন, এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। পুলিশ এখনো নেতাকর্মীদের ধরপাকড় করছে।
বুধবার বিকেলে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারকাজ শুরু করে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ড কামাল হোসেন বলেন, বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য সফল হতে দেয়া যাবে না। ক্ষমতাসীনদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করতে নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ভোট না দিলে দেশের মালিকানা রক্ষিত হবে না। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে।
এর আগে ড কামাল হোসেন, ডা জাফরুল্লাহ চৌধুরী ও কাদের সিদ্দিকী সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা হয়রত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন।
এরপর নেতৃবৃন্দ দরগা এলাকায় সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন।
Leave a Reply