আল আজাদ : কামরান। কামরান ভাই। কামরান সাব। মেয়র কামরান। বদর উদ্দিন আহমদ কামরান। তবে এসব পরিচয়কে ছাড়িয়ে গিয়ে যে পরিচয়টি ঔজ্জ্বল্য ছড়িয়েছিল সিলেটবাসীর প্রাণে-মনে, সেটা হলো জনতার কামরান। এই পরিচয়ে এখনও প্রতিটি হৃদয়ে জাগ্রত আছেন।
আজ বুধবার, ১৫ জুন তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে মহামারি করোনায় আক্রান্ত তিনি চলে যান না ফেরার দেশে। তাকে হারানোর শোক সুরমাপারের আবালবৃদ্ধবনিতা এখনও বয়ে বেড়াচ্ছে।
করোনার আতংকে অন্য সবাই যখন ঘরবন্দি তখন যে কজন ভয়কে তুচ্ছ করে ছুটে যাচ্ছিলেন নিরন্ন মানুষের ঘরে ঘরে খাবারের প্যাকেট হাতে নিয়ে, সেই মানবিক মানুষদের সামনে বরাবরের মতোই ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। ফেসবুকে ছবি দেখে আৎকে উঠতাম। ফোন করে সাবধান করতাম প্রায় দিনই। উত্তর পেতাম একটাই, মানুষ বড় কষ্টে আছে। চেয়ে থাকে পথের দিকে। ভয় পেয়ে বসে থাকলেতো হবেনা ভাই। সরকারের পাশাপাশি দলেরওতো দায়িত্ব আছে। এরপর আর কিছুই বলার থাকতোনা।
রাতের শেষ প্রহরে মোহাম্মদ বাদশাহ গাজীর ফোনে ঘুম ভাঙে। কোন খবর পেলাম কি না জানতে চায়। এত রাতে কাউকে ফোন করার সাহস পেলামনা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আশ্রয় নিয়ে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম। একটু পরে আশেপাশের মসজিদগুলোর মাইকে সিলেটবাসীর জন্যে চিরকালের শোকবার্তাটি প্রচার হতে থাকলো। বসে রইলাম বিছানার উপর। নড়তে পারছিনা। মনে হচ্ছে, পুরো শরীর অবশ হয়ে গেছে। অশ্রু ঝরছে অঝোরে। এখনও ঝড়ে যখন বিভিন্ন প্রসঙ্গে তার নামটি উচ্চারিত হতে শুনি কিংবা নানা আয়োজনে তাকে না পাওয়ার শূন্যতা প্রচণ্ডভাবে অনুভব করি। অন্যরাও নির্দ্বিধায় স্বীকার করেন, তিনি থাকলে…।
Leave a Reply