র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে ও শাহপরান থানা এলাকা থেকে ইয়াবা সহ দুই সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বারখলা এলাকায় থেকে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি সেলিম আহমেদকে আটক করা হয়।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে খাদিমপাড়া ২ নম্বর পাকা রাস্তার উপর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সক্রিয় মাদক ব্যবসায়ী জোনাইদুর রহমান ও আবু আহম্মেদকে আটক করে।
Leave a Reply