নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের জন্যে ১০টার টিকেট মুক্ত হলেন জাফলংয়ের পর্যটকরা। অর্থাৎ আগামী ৭ দিন বিনাখরচে সবাই ঘুরে দেখতে পারবেন এই পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, যা ঈদের ছুটিকে পুরোপুরি উপভোগের সুবর্ণ সুযোগ করে দিলো।
একটি ন্যাক্কারজনক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন সুযোগ মিললো ঈদ মৌসুমের পর্যটকদের। অবশ্য তাৎক্ষণিক গ্রেফতার হয়েছে হামলাকারীদের কয়েকজন। এছাড়া জেলা প্রশাসনও দ্রুত টিকেট পদ্ধতি এক সপ্তাহের জন্যে স্থগিত ঘোষণা করে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টিকেট দিয়ে প্রবেশকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের কয়েকজন স্বেচ্ছাসেবক লাঠিসোটা নিয়ে নারী-পুরুষ পর্যটকদের উপর হামলা চালায়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট জেলা ট্যুরিস্ট পুলিশের জাফলং জোনের ওসি রতন শেখ জানান, পর্যটকদের মারধরের খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও হামলাকারী দু’জনকে আটক করে।
এই ঘটনার পরপরই সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জাফলংয়ে বেড়াতে আগামী এক সপ্তাহ পর্যটকদের টিকেট লাগবে না বলে ঘোষণা দেন।
তিনি জানান, এই হামলার ঘটনায় ৫ জনকে বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ ও টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া এ ঘটনার ব্যাপারে সরেজমিন প্রতিবেদন দিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম জানান, দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply