নিজস্ব প্রতিবেদক : প্রায় ৪ মাস আগে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে গুরুতর আহত সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস এক সপ্তাহের জন্যে বাড়িতে এসেছেন।
বুধবার দুপুর আড়াইটায় বিমানযোগে খাদিজা বেগম নার্গিস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পরে তাকে গ্রামের বাড়ি সদর উপজেলার আউশায় নিয়ে যাওয়া হয়।
তার ভাই শাহীন আহমদ জানান, এক সপ্তাহের জন্য তাকে সিলেট নিয়ে আসা হয়েছে। পরে আবারও চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে।
খাদিজা বেগম নার্গিস সাভারে সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply