সিলেটে আর্ন্তজাতিক নৃত্যদিবস উপলক্ষে ‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়’ এই স্লোগান নিয়ে একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু মিনু হককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এ সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নীলুফার ওয়াহিদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, স্টেশন ক্লাবের সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সদস্য নন্দিতা দাস। পরিচালনায় ছিলেন, অরূপ শ্যাম বাপ্পী।
Leave a Reply