সুনামগঞ্জ প্রতিনিধি : একুশে আগস্ট উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভা আয়োজিত আলোচনা সভায় ২০০৪ সালের এদিনে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের সাজা কার্যকরের দাবি জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় পৌরসভা ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও পৌর আওয়ামী লীগ সভাপতি বিকাশ কান্তি দে বাবুল।
পরে একুশে আগস্টে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply