সুনামগঞ্জ প্রতিনিধি : ভয়াল একুশে আগস্ট উপলক্ষে সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, তৎকালীন বিরোধীদলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই সেদির ন্যাক্কারজনক গ্রেনেড হামলা চালানো হয়।
শনিবার দুপুরে এই আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক মো ফজলুল হকের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় ভার্চুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো আব্দুল করিম।
আলোচনা সভা শেষে একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply