হবিগঞ্জ প্রতিনিধি : অমর একুশের প্রথম প্রহরে হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে নিমতলায় নবনির্মিত কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করেন।
এই প্রথম কালেক্টরেট প্রাঙ্গণে নবনির্মিত কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করা হলো।
এর আগে সেখানে জেলা প্রশাসক মো কামরুল হাসানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির।
আলোচনা সভা শেষে ১২ টা ১ মিনিটে প্রথমে কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। পরে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মো কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, হবিগঞ্জ প্রেসক্লাব এবং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
Leave a Reply