সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর অষ্টম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক ‘ভূমিকন্যা’।
নাটকটি ১৯৭১ সালের পূর্ব ও পরবর্তী সময়ে একজন নারীর লাঞ্ছনা ও পরবর্তী সময়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে রচিত। নাট্য নিকেতন প্রযোজিত নাটক ‘ভূমিকন্যা’ রচনা ও নির্দেশনা চম্পক সরকারের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তিথি খান, সুমন রায়, আমান উল্লা আমান, আফজাল আহমদ, প্রকাশ দাস, বদরুল আলম, জান্নাতুল ফেরদৌস নিশি ও শান্তনু সেন তাপ্পু।
নাটক শেষে নাট্য নিকেতন কর্মীদের হাতে উৎসব স্মারক তুলে দেন জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমেদ সেলিম ও প্রবাসী সাংবাদিক-গীতিকার ইশতিয়াক আহমেদ রুপু।
Leave a Reply