নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ৩০০ আসনে প্রার্থী দেবে।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর শহীদ সোলেমান হলে জেএসডির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় দলের সভাপতি আ স ম আবদুর রব এ ঘোষণা দেন।
জেএসডি সভাপতি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পরিবেশ সৃষ্টি হলে জেএসডি নির্বাচনে অংশ নেবে।
একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশের জন্য মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে বলেও তিনি মন্তব্য করেন।
জেলা জেএসডির আহ্বায়ক মনির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি তানিয়া রব ও সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন চৌধুরী সুইট।
Leave a Reply