সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বরের আগের দিন সন্ধ্যায়ই শেষ হয়ে যায়। আর ভোটগ্রহণের নামে নাটক করার জন্যেই জাতীয়তবাদী পরিবারের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, গ্রেফতার ও হামলা চলতে থাকে।
শনিবার বিকেলে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, কারামুক্তি, হামলা ও অন্যান্য ক্ষতি নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, সাবেক সাংসদ নজির হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য হায়দার আলী লেলিন, নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
Leave a Reply