নিজস্ব প্রতিবেদক : সিলেটে হাওয়াপাড়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে মহানগরীর হাওয়াপড়ার ঘোষ বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী ৫ জনকে হত্যা করে।
সেদিন শহীদ হন, দিগেশ চন্দ্র ঘোষ, হরেন্দ্র চন্দ্র ঘোষ, আহ্লাদ ঘোষ, বীরেন্দ্র ঘোষ ও শচীন্দ্র দাস।
দিনটি উপলক্ষে রবিবার সকালে হাওয়াপাড়া ঘোষ ভবন দুর্গা মন্দিরে পারিবারিক উদ্যোগে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সহকারী কমান্ডার অলিউর রহমান, নীলকান্ত সিংহ, সুরুজ মিয়া, ভাটিবাংলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি অনিল তালুকদার, অ্যাডভোকেট মুহিবুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শহীদ পরিবারের সদস্য সন্তোষ ঘোষ, আব্দুল হান্নান, হারুনুর রশিদ, আব্দুর রহিম টেনাই উল্লাহ, মন্টু দাশ, সলিম উল্লাহ, মন্তাজ আলী, আলীনূর, মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু, শ্যামল দেবনাথ ও বদরুল হক। পরিচালনায় ছিলেন, জয়দেব শর্মা চৌধুরী।
Leave a Reply