নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, দেশবরণ্যে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুরা এখনো নানান রূপ নিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদেরকেও এই চক্রকে প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সিরেট জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বংলাদেশে বসে কাউকে আর পাকিস্তানের স্বপ্ন দেখতে দেয়া হবেনা।
তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় আরো সক্রিয় অবদান রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা আইনের অপপ্রয়োগ করে সাংবাদিক গ্রেফতার ও সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বিতর্কিত সকল আইন বাতিলে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, চ্যানেল নাইনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শঙ্কর মৈত্র ও দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মনিররুজ্জামান।
Leave a Reply