নিজস্ব প্রতিবেদক : দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ সাইবার ট্রাইব্যুানালে অভিযোগ দায়ের করেছেন।
গত ২৭ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত অভিযোগে বিবাদি হিসেবে আরও ৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া একটি ফেসবুক আইডির নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩/৪ জনকে বিবাদি করা হয়েছে।
নজরুল ইসলাম বাবুল দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক। পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক ও ফিজা এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। উপসম্পাদক মঈন উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত। বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয় সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদকের অতিরিক্ত দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সিলেট ব্যুরো প্রধানও। তাদের এ সকল পরিচয়কে অবজ্ঞা করে অভিযোগে বলা হয়েছে, তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর থেকে দৈনিক একাত্তরের কথায় সিলেটের পরিবহন সেক্টরে নৈরাজ্য, অনিয়ম ও পরিবহন ধর্মঘটের নামে জনভোগান্তির কারণ অনুসন্ধানে ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। ৫ অক্টোবর ‘সিলেটের পরিবহন সেক্টরের ভেতর-বাহির’ শীর্ষক অনুসন্ধানের দ্বিতীয় পর্বে ‘জাকারিয়া : তিন চাকার মাফিয়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উঠে আসে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অনিয়মের নানা বৃত্তান্ত। এর পরিপ্রেক্ষিতে আদালতে অভিযোগ দায়ের করেন জাকারিয়া আহমদ। আদালত তার অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
Leave a Reply