নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ অনুসারেই কাজ করছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন পরিকল্পনা করবে।
তিনি আরো বলেছেন, একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।
শনিবার (১১ জানিয়ারি/২৭ পৌষ) সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিলো তাদেরকে আইনের আওয়তায় নিয়ে আসা হবে।
প্রবাসী ভোটার অন্তর্ভুক্তি সম্পর্কে সিইসি বলেন, প্রথম বছরেই সকলকে অন্তুর্ভুক্ত করা সম্ভব হবে না। তবে সকল প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকাভুক্ত করা হবে।