নিজস্ব প্রতিবেদক : প্রিয়জন ফাউন্ডেশন ও সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ দেশ, জাতি ও সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করতে একমত পোষণ করেছেন।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উভয় সংগঠনের নেতারা এ ব্যাপারে একমত প্রকাশ করেন ।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খায়রুল ইসলাম, সহসভাপতি দবির মিয়া, সহসভাপতি মো শফিক মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক লিলু, উপদেষ্টা আব্দুল গণি, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো আব্দুল জব্বার শাহী, সমাজকল্যাণ সম্পাদক আলী মোশারফ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো সাদিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সদস্য মোহাম্মদ মহসিন, বাপ্পা মৈত্র, এমদাদুল হক সোহাগ, নবীন সোহেল, আহমদ শাহিন ও প্রিয়জন ফাউন্ডেশনের সদস্য মো ছাব্বির আহমদ ছফির।
মতবিনিময় সভায় প্রিয়জন ফাউন্ডেশনের নেতারা জানান, করোনার সময় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য দেশে অবস্থানরত ও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী নাগরিকরা অনলাইনভিত্তিক এ সংগঠন গড়ে তুলেন। এর মাধ্যমে তারা করোনায় হঠাৎ কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান এবং করোনায় আক্রান্তদেরকে চিকিৎসাসেবায় নীরবে কার্যক্রম চালিয়েছেন। এছাড়া এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উদ্ধার ও সাহায্য-সহায়তা করেছে সংগঠনটি। পাশাপাশি সুন্নতে খতনা ক্যাম্প পরিচালনা করছে।
এ ধরনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দর সহযোগিতা কামনা করেন।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রিয়জন ফাউন্ডেশনের সকল ভালো কাজে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন, রাষ্ট্র ও সমাজের অগ্রযাত্রা নিশ্চিত করতে সিলেট জেলা প্রেসক্লাব প্রিয়জন ফাউন্ডেশনের একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply