নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ঘোষণা করেছেন, আগামী একশ দিনের মধ্যে ডিজিটাল সিলেট ব্যবস্থা চালু করা হবে।
বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে তার সম্মানে জেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেট হবে ভিক্ষুক মুক্ত। তবে ভিক্ষুকদের জন্য বিশেষ উদ্যোগ নেয়া হবে।
তিনি আরো বলেন, দেশের পর্যটন শিল্পে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এ অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেটে সেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলোকেই অগ্রাধিকার দেয়া হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এর আগে পররাষ্ট্র মন্ত্রী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এদিকে দিনের বিভিন্ন সময়ে সিলেট জেলা প্রেসক্লাব, জেলা কর আইনজীবী সমিতি ও মুরারিচাঁদ কলেজ পরিবার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ড এ কে আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
Leave a Reply