NATIONAL
Human chain demanding gas connection and halt to transfer of operations at Zakiganj gas well in Sylhet
সংবাদ সংক্ষেপ
নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি লিটন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কার ও ভাঙ্গন রোধে প্রশাসনে স্মারকলিপি জনদাবী পরিষদের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ || বাসচালককে গ্রেফতার করেছে সেনাবাহিনী দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন চারখাই এলাকা থেকে ৯১১৮ পিস ইয়াবা সহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : সিলেটে পরিবেশ উপদেষ্টা শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমাবেশ শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমাবেশ শাল্লা থানা পরিদর্শন করলেন সুনামগঞ্জের পুলিশ সুপার পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে : রিজওয়ানা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে জনগণের শক্তির ওপর : দক্ষিণ সুরমায় আব্দুল কাইয়ুম চৌধুরী নবীগঞ্জে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ বোতল ইসকফ সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব জকিগঞ্জ গ্যাস কূপের কার্যক্রম হস্তান্তর বন্ধ ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন শাল্লায় বিএনপি নেতা জাবেদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ দিরাই উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

একলা চলো নীতি পরিহার করে ১৪ দলকে সম্প্রসারণ করুন : জাসদ সভাপতির আহ্বান

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধ হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও জনজীবন বিপন্নকারী ৪ শত্রুকে মোকাবেলা করাই এ মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য হয়ে দাড়িয়েছে।
জাসদের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে দলের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সকাল থেকে শুরু হয় প্রতিনিধি সভা। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে জাসদের নেতাকর্মীরা অংশ নেন। অন্যান্য কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন।
জাসদ সভাপতি এই মুহূর্তে দেশের ৪ শত্রুর পরিচয় ব্যাখ্যা করে বলেন, প্রথম শত্রে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা চাটার দল ও দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠী, দ্বিতীয় শত্রু জনগণের পকেট কাটা ব্যবসায়ী ও বাজার সিন্ডিকেট, তৃতীয় শত্রু ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুণ্ডাগোষ্ঠী এবং চতুর্থ শত্রু বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু ও দেশের অস্তিত্বের ভিত্তি অস্বীকারকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী ধর্মান্ধ জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ও তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি-জামাত-হেফাজত। এই শত্রুদের মোকাবেলার অঙ্গীকারে দলের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
হাসানুল হক ইনু সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশে উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে এই ৪ বিপদ ও ৪ শত্রু মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সকলকে অহমিকা ও হীনমন্যতা পরিহার করে রাজনৈতিক আদর্শের উপর শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
তিনি আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করে ১৪ দলকে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সক্রিয়, দৃশ্যমান ও অপরাপর অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে এই জোটের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে আহ্বান জানান।
বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার পথ ধরে দলের সুবর্ণজযন্তী উদযাপন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমেদ। সিলেট জেলা সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম ও মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মীর্জা মো আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, যুব জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের মৌলভীবাজার জেলা সভাপতি, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল হক, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, কেন্দ্রীয় সদস্য মাহিন তরফদার, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সিলেট মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুক্তরাজ্য সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest