নিজস্ব প্রতিবেদক : সিলেট কমার্স কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী মিসবাহ উদ্দিন তাহার মা নাজমা বেগম তার ছেলের হত্যাকারী কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে মিসবাহ উদ্দিন তাহা হত্যার প্রতিবাদে ও অবিলম্বে খুনির গ্রেফতারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে কাঁদতে কাঁদতে তিনি এ দাবি জানান।
একমাত্র পুত্র সন্তানহারা এই মা এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয় সেই ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অাকুতি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অবিলম্বে মিসবাহ উদ্দিন তাহার খুনিকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, না হলে সিলেটবাসী রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হবে।
মানববন্ধনে মিসবাহ উদ্দিন তাহার মা ও তিন বোন যোগ দিলে এক হৃদয় করুণ পরিবেশ জেগে উঠে। তাদের সাথে উপস্থিত অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে বোনেরা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন।
শনিবার রাত ৮টায় সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে কুপিয়ে মিসবাহ উদ্দিন তাহাকে হত্যা করে; কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Leave a Reply