জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক বলেছেন, দেশের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই। একমাত্র তিনিই পারেন দেশের মানুষকে সঠিক পথ দেখাতে। তার ৯ বছরের শাসন আমলে দেশে শান্তি ছিল। তাই জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান আতিক বলেন, ১লা অক্টোবর জাতীয় পার্টি চেয়ারম্যান তিনশ আসনের প্রার্থী নির্ধারণের যাত্রা শুরু করবেন সিলেটের মাটি থেকে। তাই আর সময় অতিবাহিত নয়। এখনই শহর থেকে শুরু করে গ্রামেগঞ্জে দলকে ক্ষমতায় নেয়ার জন্য সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো মাহমুদুর রহমান মাহমুদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন ও যুগ্ম মহাসচিব সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদা। অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শাহীন এবং যুব সংহতির জেলা সভাপতি আলতাফুর রহমান আলতাফ। বিশেষ বক্তা ছিলেন যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় যুব সহংতির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন।
Leave a Reply