তাহিরপুর প্রতিনিধি : সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান বলেছেন, একবিংশ শতাব্দিতেও গুজবে কান দেওয়া দুঃখজনক। ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এর থেকে রেহাই পাচ্ছেনা মানসিক ভারসাম্যহীনরাও। এ ধরনের কাজ সভ্য জগতের মানুষ হিসেবে কল্পনাও করা যায়না।
রবিবার দুপুরে তাহিরপুর থানা আয়োজিত ছেলেধরা গুজব, মাদক ও জঙ্গী বিরোধী এবং সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউিনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
ডিআইজি গুজব থেকে সাবধান থাকার, আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং কাউকে সন্দেহ হলে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও থানার এসআই আমির উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান।
Leave a Reply