নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একবছরের মধ্যেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হচ্ছেন।
সোমবার দুপুরে সিলেটে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ ‘গুম’ হওয়া নেতাকর্মীদের সন্ধান দাবিতে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের এ নিশ্চয়তা দেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের হাজারো সমস্যার সমধান করতে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও ভূটান থেকে খালি হাতে দেশে ফিরেছেন। কোন দাবি আদায় করতে পারেননি।
হাওর অঞ্চলে ফসলহানির পর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও প্রধানমন্ত্রী এই বিপর্যস্ত এলাকায় আসেননি।
সরকার দুর্গত মানুষের কষ্ট লাগবে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
শামসুজ্জামান দুদু দাবি করেন, বিএনপি এখনো ফুরিয়ে যায়নি।
শামসুজ্জামান দুদু বলেন, এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের অবশ্যই অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সভাপতি নাসিম হোসাইন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক নজরুল ইসলাম ময়ুর, জেলা যুগ্ম সম্পাদক একেএম তারেক কালাম প্রমুখ।
Leave a Reply