শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, সকল ভেদাভেদ ভুলে তৃণমূলের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এর কোনো বিকল্প নেই।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দলের শাল্লা উপজেলা শাখা আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপি কার্যালয়ে বৃহস্পতিবার, ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার। সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল, যুগ্মসাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী মাসুক, অন্যতম নেতা মুহাম্মদ আলী ও হুমায়ূন কবির।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোপাল চন্দ্র দাস, সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল ও ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না।
প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন আরও বলেন, এই সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে নেই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেনা।
Leave a Reply